দেশের খবর,চট্টগ্রাম।। কিছু কিছু সাধারণ মানুষ মনে করে শিয়ালের মাংস খেলে রোগ ভালো হয়। আর এ ধারণাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ি বন থেকে শিয়াল ধরে জবাই করে বাজারে মাংস বিক্রি করছে।
চট্টগ্রাম নগরীতেও এমন একটি চক্রের খবর পেয়েছে বনবিভাগের কর্মকর্তারা। গোপন তথ্য পেয়ে শনিবার বিকেলে নগরের বন একাডেমি-সংলগ্ন হিল ভিউ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ক্রেতা সেজে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বেলাল হোসেন নামে একজনের কাছ থেকে শিয়ালের মাংস কিনতে যায় এবং কিছু অবিক্রিত মাংসসহ বেলালকে হাতেনাতে আটক করে চট্টগ্রামের বন বিভাগের কর্মকর্তারা।
বিভাগীয় বন কর্মকর্তা, ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন একাডেমির পাহাড়ে অনেক শিয়াল রয়েছে। বেলালসহ কয়েকজন মিলে শুক্রবার রাতে কিছু শিয়াল ধরে এনে বেলালের দোকানে জবাই করে বাজারে মাংস বিক্রি করছেন।
এমন গোপন খবরে শনিবার গতকাল ক্রেতা সেজে বেলালের কাছ থেকে মাংস কেনার বাহানায় অভিযান চালানো হয় বললেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।
তিনি বলেন শিয়ালের মাংস বিক্রি করার সময় বেলালকে হাতেনাতে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিখ/প্রিন্স