দেশের খবর বোয়ালখালী : কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বোয়ালখালীতে ধরা পড়েছেন মো. বেলাল উদ্দিন নামের এক ইয়াবা ব্যবসায়ী।
তিনি সোমবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের মুকুন্দরামের হাট থেকে তাকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরো খবর : হাসপাতালে এনেস্থিসিয়াবিদ, সফল সিজারিয়ান
আটককৃত বেলাল কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল তুলাতলী চৌকিদার বাড়ীর আবুল কালামের ছেলে।
আরো খবর : বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ী বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিখ/পুজন সেন/মুন্না