দেশের খবর অপরাধ : চট্টগ্রামের হাটহাজারীতে দায়েরকৃত নাশকতা মামলায় হাটহাজারী পৌরসভার হেফাজতের দাওয়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাত দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটক অপরজনের নাম আফতাব উদ্দিন পিয়ারু(২৪)। তিনি আমিনুলের সহযোগী।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক বই, গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, সদস্য সংগ্রহ ফরম, সংগঠনের লিফলেট এবং কর্মীদের রিপোর্ট ফরম উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।
দুজনকে আটকের পরে বৃহস্পতিবার চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বললেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুল ইসলাম।
তিনি বলেন, আটক আমিনুল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন হাটহাজারীতে নাশকতার ইন্ধনদাতা। নাশকতায় হাটহাজারী থানায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ডিখ/মুন্না