দেশের খবর সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে অবৈধভাবে মাটি ভরাট করে সরকারি একটি পুকুর ভরাট করছিলেন এস এল গ্রুপের লোকমান।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট উচু ব্রিজের পূর্ব পাশে বড়পুকুর এলাকায় ছুটে যায় প্রশাসন।
এ সময় পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারার এস এল গ্রুপের মো. লোকমান হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উক্ত জরিমানা করেন। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় পুকুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷
এসময় হাতে নাতে প্রমান পাওয়ায় জরিমানা করা হয়। তাছাড়া আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অবগতপূর্বক অনুরোধ করা হবে।
রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্তদের পুকুর ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় এবং ভরাটকৃত অংশে কোন বাণিজ্যিক কার্যক্রম করবে না বলে তারা মুচলেকা প্রদান করেন।
ডিখ/কেআইডি/মুন্না