দেশের খবর হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে নিজ দোকানের ভেতর থেকে গলা কাটা অবস্থায় ব্যবসায়ি মো. সওেয়ার আজম (২৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনী গ্রামের মুদি দোকন থেকে ওই ব্যবসায়ির মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজম নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে। ধারণা করা হচ্ছে গতকাল মঙ্গলবার (১ জুন) রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় নিহতের ভাই উপরের টিন খুলে গলা কাটা অবস্থায় নিহত আজমকে দেখতে পায়।
পরে আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে থানা থেকে একটি টিম পাঠিয়ে মরদেহটি উদ্ধার করি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক, তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
ডিখ/সৃষ্টি