দেশজুড়ে খবর : বান্দরবানের আলীকদম উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার করুকপাতা ইউনিয়নে তিনটি পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত ৪ দিনে উপজেলার ৪ নম্বর ইউনিয়নে ঘটে এসব মৃত্যুর ঘটনা। আক্রান্তদের চিকিৎসায় সেখানে ওষুধসহ সেনাবাহিনীর মেডিক্যাল টিম পৌঁছেছে।
ডায়রিয়ায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মেনলিও ইয়ংচা পাড়ার বাসিন্দা রামধন ম্রো, খাইচাং ম্রো, থুংলাক ম্রো, সোনাদি পাড়ার জনরুন ত্রিপুরা এবং মাংলুম পাড়ার মাংধন ম্রো, রেংচং ম্রো, চিংরে ম্রো।
স্থানী সূত্রে জানা গেছে, ওই উপজেলার দুর্গম ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করুকপাতায় ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে।
এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে ওই ইউনিয়নে অর্ধশতাধিক বাসিন্দা। বর্তমানে সাত জন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচা পাড়া, মেনলিও পাড়া, সোনাদি পাড়া, মেনরুং পাড়া, কচ্ছপিয়া পাড়া, আলিশ্যাপা পড়া, রুইথং পাড়া, তংরিং পাড়া এবং মাংলুম পাড়াসহ পার্শ্ববর্তী ১০টি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, আলীকদম উপজেলার থানচির সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৪ দিনে ৭ জন মারা গেছে।
এরই মধ্যে সেখানে সেনাবাহিনীর মেডিক্যাল টিম পৌঁছেছে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও মেডিকেল টিম পাঠানো হচ্ছে।
ডিখ/মুন্না