বিনোদনের খবর : চট্টগ্রাম চিড়িয়াখানায় দীর্ঘ প্রচেষ্টার পর ৬৭ দিনের মাথায় অজগরের ডিম ফুটে বের হয়েছে বাচ্চা। গতকাল মঙ্গলবার ৩১ টি ডিমের ২৮ টিতে একে একে ছোট ছোট অজগরের বাচ্চা বের হয়ে পৃথিবীর আলো দেখা শুরু করে।
তবে তিনটি ডিম নষ্ট হয়ে যাওয়ায় এসব ডিম থেকে বাচ্চা ফোটেনি। চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ তার ফেসবুকে ওয়ালে অজগর সাপের বাচ্চা ফোটানোর তথ্য দেন।
পোস্টে তিনি সদ্য ভূমিষ্ট অজগর সাপের বাচ্চার ছবি সংযুক্ত করে লিখেন, এর আগে গত বছর ২০১৯ সালের জুন হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফোটানো হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়।
বাংলাদেশে প্রথমবারের মতো এ পদ্ধতিতে অজগরের সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে ছাড়া হয়। বর্তমানে চিড়িয়াখানাটিতে ২২ টি বড় অজগর রয়েছে। গতকাল মঙ্গলবার (২২জুন) নতুন করে আরো ২৮টি অজগরের সাপের বাচ্চা ফুটে।
ডিখ/সৃষ্টি