দেশের খবর সীতাকুণ্ড : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে তিনজন মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ শনিবার (২২ মে) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মোঃ শরীফুল ইসলাম (৪৫), মোঃ সজিব (৩০) এবং আতিকুর রহমান (২৭)। তিনজনের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।
আহতরা হলেন মহসিন (২৩), আলম (৩০),নবীন (৪০) ও বাবুল (৩৫)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে রংপুর থেকে চাউল বোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ১৬-৫৫ ১২) চট্টগ্রামে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলপুর নামক স্থানে মহাসড়কের উপর উল্টে রাস্তার পাশে স্ক্র্যাপ লোহার উপর গিয়ে পড়ে।
এসময় ট্রাকের উপর থাকা ৫ জনসহ ট্রাক চালক ও হেলপার আহত হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মোঃ সজিব ও আতিকুর রহমান মারা যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, চাউল বোঝায় একটি ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে মো. মরীফুল ইসলাম নামে এক ব্যক্তি মারা যায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি। নিহতের লাশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকালে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালের ২৫নং, ২৬নং ও ২৮নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদের মধ্যে মহসিন ও আলম নামে দুজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানিয়ে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানায় শীলব্রত বড়ুয়া।
ডিখ/কেআইডি/মুন্না