দেশের খবর চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে জাফরাবাদ ছিন্নমুল এলাকার নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (১ জুন) ভোরে ঘটনাটি ঘটে। আত্মহত্যা করা কলেজ ছাত্রীর নাম লিজা আক্তার (২০)। তার পিতার নাম বাবুল মিয়া। তিনি নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, মঙ্গলবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করা এক কলেজ ছাত্রীকে আহাবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিজার পরিবারের বরাতে শীলব্রত বড়ুয়া জানায়, সে রাতে সকলের সাথে হাশিখুশি মনে কথা বলেছে। সকলের সাথে খাওয়া ধাওয়া শেষ করে নিজ রুমে ঘুমাতে যায়।
সকালে ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে গেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লিজা। আত্মহত্যার কারণ তাদেরও জানা নেই বলে জানিয়েছে লিজার পরিবার।
ডিখ/সৃষ্টি