শাহপরীর দ্বীপে ২ রোহিঙ্গা আটক-বিপুল ইয়াবা উদ্ধার

শাহপরীর দ্বীপ-রোহিঙ্গা-ইয়াবা

দেশজুড়ে খবর।। ট্রলারে মাদক নিয়ে নৌ পথে কয়েকজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদ পেয়ে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ ট্রলারঘাট এলাকায় অভিযান চালায় বিজিবি।

তথ্যমতে সোমবার গভীর রাত ১টার সময় মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হওয়ায় তল্লাশী চালানো হয়। এ সময় ওই ট্রলার থেকে ৩০ হাজার পিস ইয়াবা এবং ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ইয়াবা পাচারকারী ২ রোহিঙ্গাকে আটকের পাশাপাশি ইয়াবা বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ এর অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলার মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়।

এ সময় ট্রলারে থাকা ২ ব্যক্তিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ডিখ/প্রিন্স