কর্ণফুলীতে মামুন হত্যায় সাত আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি।। পূর্ব বিরোধের জেরে চার বছর আগে চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা মামুন আল রশীদ খুনের মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম আদালতে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এই রায় ঘোষণা করেন। রায়ের আগে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আশিক, আজম, আলী আজগর, মো. ওমর, শাহ নূর, পারভেজ এবং আশরাফুল আলম সুমন। রায় ঘোষণার সময় ৫ আসামি আদালতের সামনে হাজির হলেও সুমন ও পারভেজ অনুপস্থিত ছিলেন।

তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আয়ুব খান। তিনি বলেন, হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে আশিক, আজম, আলী আজগর, মো. ওমর এবং শাহ নূরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর অতিরিক্ত কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া পারভেজ ও সুমন নামের আরও দুই আসামিকে হত্যাকাণ্ডের সহযোগিতা করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের অনাদায়ে আরও এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেন আদালত।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সময় আজিজ নামের এক জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে আসামি মো. ওমরকে অতিরিক্ত ১০ বছর কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর পূর্ব বিরোধের জেরে বাড়ির সামনে ছাত্রলীগ নেতা মামুনকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। তিনি উপজেলা বড়উঠান ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা যায়।

এ সময় হামলায় মামুনের বন্ধু মো. আব্দুল আজিজ গুরুতর আহত হন। এ মামলায় ২০১৯ সালে সাতজনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ। মামলাটির আজ রায় ঘোষণা করা হয়।

ডিখ/প্রিন্স