কালবৈশাখী ঝড়: লোহাগাড়ায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

কালবৈশাখী ঝড়-লোহাগাড়া-কাঠ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি।। চট্টগ্রামের লোহাগাড়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়া একটি গাছ সরাতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা নারিশ্চা বড়ুয়া পাড়া জাতি মুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কাঠ ব্যবসায়ীর নাম মুহাম্মদ জিল্লুর রহমান। বয়স ৪২। তিনি একই উপজেলার চুনতি নারিশ্চা দক্ষিণ পাড়ার ওলা মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কাঠ ব্যবসায়ী জিল্লুর রহমানের ক্রয়কৃত একটি গাছ ভেঙ্গে পড়ে। ঝড় একটু থেমে গেলে সে গাছটি সরিয়ে আনতে যায়। ফের বাতাসে গাছটি পুরোপুরি ভেঙ্গে পড়লে তার নিচেই চাপা পড়ে জিল্লুর।

স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসাপাতলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়া গাছের নিচে চাপা পড়ে কাঠ বৃবসায়ী জিল্লুর রহমানের মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য তৈয়ব উল্লাহ।

ডিখ/প্রিন্স