২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত বেড়ে দ্বিগুণ

করোনা,শনাক্ত

জাতীয় ডেস্ক : সারাদেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগের দিন ১৪ জন শনাক্ত হলেও একদিনের ব্যবধানে তা বেড়ে ৩১ জন হয়েছে।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জনে। তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জন অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় চার হাজার ১৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ১৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১০৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৩০ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ।

দেশের খবর/প্রিন্স