বিএনপি নেতা চাঁদ গ্রেফতার,পাঁচ দিনের রিমান্ডে

বিএনপি-নেতা-চাঁদ-রিমান্ডে

রাজনীতি ডেস্ক : রাজশাহী মহানগর এলাকা থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) বেলা পৌনে ১২টার দিকে আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপির এডিসি (মিডিয়া) রফিকুল আলম।

গ্রেফতারের পর চাঁদকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

এ কারণে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।

ডিখ/প্রিন্স