জাতীয় ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পদক প্রবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করে, তাদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
রোববার (২৮ মে) বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আলোচনার মাধ্যমে বিশ্বে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বে শান্তি ফিরে আসুক, শান্তির মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।
জাতির পিতার দেওয়া পররাষ্ট্রনীতি অনুযায়ী দেশ চলছে জানিয়ে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়, জাতির পিতার এই নীতিতে আমরা এখনো চলি।
সরকারপ্রধান বলেন, ২০০৮ সালের পর দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। উন্নয়ন অগ্রগতির এই অভিযাত্রা অব্যাহত থাকবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে।
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আরেফিন সিদ্দিক, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ডিখ/প্রিন্স