নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বায়েজিদে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই বসতঘর। এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারালেন মা ও দুই শিশু সন্তান।
আজ রবিবার (২৮ মে) ভোরে পূর্ব শহীদ নগর এলাকায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- মা নুরনাহার বেগম (৩০) এবং তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা আক্তার (৩)।
মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা জানিয়েছে আগুনে পুড়ে গেছে ছয়টি কাঁচা বসতঘর। তাছাড়া সকালেই দগ্ধ এক শিশুর মৃত্যু হয়।
পরে দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশু ও মায়ের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধ তিনজনেরই শরীরের প্রায় ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, পুলিশ তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সকালে এক শিশুর মৃত্যু হয়। পরে দুপুরে মৃত্যু হয় মা ও আরেক শিশুর।
মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে ৬টি ঘর পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান।
ডিখ/প্রিন্স