পাহাড়তলীতে ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

পাহাড়তলী-ছুরিকাঘাত-নিরাপত্তা প্রহরী

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় দুবৃত্তের ছুরিকাঘাতে মো. আজাদ (৩০) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৮ মে) ভোর ৫টার দিকে নতুনবাজার বিশ্বরোডের মুখে ঘটনাটি ঘটে। নিহত আজাদ পাহাড়তলীর নতুনবাজার এলাকার মো. লাডু ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, আজাদ পাহাড়তলী থানা এলাকার একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। রবিবার ভোরে সে কারখানা থেকে দায়িত্ব শেষ করে বাসায় ফিরে নামাজ পড়তে বাসা থেকে বের হয়।

বাসা থেকে কিছু দুরে দুবৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আজাদের চিৎকার শুনে বাসা থেকে বের হয়ে গুরুতর অবস্তায় তাকে উদ্ধার করে তার বোন।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, আজ রবিবার ভোর সোয়া ৫টার সময় ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় আজাদ নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডিখ/প্রিন্স