চট্টগ্রাম বিভাগে ৭ জনসহ করোনায় সারাদেশে ৮১ মৃত্যু, শনাক্ত ৬,০৫৮

দেশে করোনা আক্রান্ত শনাক্ত মৃত্যু

মহামারীর খবর : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রাম বিভাগে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

তাছাড়া এসময়ের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৩ জনসহ সারাদেশে নতুন করে ৮১ জনের মৃত্যু হয়েছে। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ২০ জন মারা গেছেন রাজশাহী বিভাগে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেটে পাঁচজন, রংপুরে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন।

গতকাল সারাদেশের মৃত্যুর এই সংখ্যা ছিল ৮৫। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৮৬৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত ৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ।

এর আগে বুধবার (২৩ জুন) দেশে ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ০৫৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৯৩ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যায় শনাক্তের হার ১৯.৯৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। তাদের মধ্যে ৭৬ জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এছাড়া বাসায় মারা গেছেন পাঁচজন।

বয়স বিবেচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী এই ৮৫ জনের মধ্যে ৩৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ১৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, নয় জনের বয়স ৪১ থেকে ৫০ বছর।

এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী নয়জন, ২১ থেকে ৩০ বছর বয়সী আটজন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

ডিখ/সৃষ্টি