ভূমধ্যসাগরে কাঠের নৌকায় ভাসছিলেন ওরা,উদ্ধার ২৬৪ বাংলাদেশি

বাংলাদেশি,ভূমধ্যসাগরে,ভাসমান,কোস্ট’গার্ড
ছবি এএফপি

আন্তর্জাতিক খবর : ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্ট’গার্ড। একই সঙ্গে মিসরের তিন নাগরিককে উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ভূমধ্যসাগর থেকে ইউরোপে যাওয়ার পথে উত্তর-পূর্বে এল কেটফ উপকূলে ডুবতে যাওয়া ভাসমান একটি কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করার তথ্য দেন আন্তর্জাতিক অভি’বাসন সংস্থা (আইওএম)।

নৌকাযোগে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য পাড়ি দিয়েছিলেন এসব নাগরিক। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্ট’গার্ড।

তিউনিসিয়ার কোস্টগার্ড জানায়, অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইওএম জানায়, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের তিউনিসিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কোয়ারেন্টিন শেষে নিয়ম অনুযায়ী তাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। এরপর দেশে ফিরতে ইচ্ছুকদের আইএমওর ব্যবস্থাপনায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এ নিয়ে গত তিন মাসে তিউনিসিয়ার জলসীমা থেকে ৪৮৫ জন ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে লিবিয়া বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

ডিখ/সৃষ্টি