লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন,জনশূন্য সীতাকুণ্ড

সীতাকুণ্ড,লকডাউন,জনশূণ্য

মো. ইমরান হোসেন, সীতাকুণ্ড : করোনা ভাইরাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর লকডাউন। প্রয়োজন ছাড়া যারাই ঘর থেকে বের হচ্ছেন তারাই পড়ছেন প্রশাসনের জবাবদিহীতার মুখে।

সারাদেশের ন্যায় সকাল থেকে সীতাকুণ্ড সদর বাজারসহ আশপাশের দোকানগুলোও বন্ধ ছিল, ছিলনা তেমন কোন মানুষও। প্রশাসনের টহল চলছে উপজেলা জুড়ে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে চলছে পুলিশের তল্লাশি। সবকিছু মিলিয়ে কঠোর লকডাউনে প্রশাসনকেও কঠোর অবস্থানে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, জনবহুল সীতাকুণ্ড বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত তেমন কোন দোকান খোলা নেই।

সকাল থেকে সীতাকুণ্ড বাজারে প্রশাসনের টহল চোখে পড়ার মত। কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। পুরো উপজেলার চিত্র মোটামুটি একই রকম।

তবে কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। সবগুলোই অলিগলিতে না হয় গ্রামে। সড়কে দেখতে পেয়ে কথা হয় মো. জসিম উদ্দীন নামে এক ব্যক্তির সাথে।

কঠোর বিধিনিষেধেও তিনি বাইরে কেন জানতে চাইলে তিনি জানায়,মায়ের ওষুধের জন্য ঘর থেকে বাধ্য হয়ে বের হতে হয়েছে। গ্রামের দোকানগুলোতে এই ওষুধ পাওয়া যায়না তাই সদরের বাজারে আসতে হলো।

কথা হলো এক ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমরা ছোট খাটো ব্যবসায়ী, বাধ্য হয়েই দোকান খুলতে হয়েছে।

প্রশাসনের কাউকে দেখলে বন্ধ করে দিচ্ছি পুনরায় আবার খুলছি। কিছু তো করার নেই। একদিন দোকান বন্ধ থাকলে চুলার আগুন জ্বলবে না। দোকান খুলেও তেমন কোন লাভ হচ্ছেনা। মানুষজন বাজারে আসেনি।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সীতাকুণ্ড উপজেলা জুড়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহলরত অবস্থায় আছেন।

তিনি বলেন, সকালে সীতাকুণ্ড বাজারসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শণ করলাম। দেখা গেছে দোকানপাট সব বন্ধ, মানুষজনও নেই। দু একজন যাদের পেয়েছি, তারা বিভিন্ন দরকারে বের হয়েছেন।

সীতাকুণ্ডের মানুষ আইনের প্রতি শ্রদ্ধা রেখে লকডাউন যথাযথভাবে পালন করছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগীতা করছেন। এজন্য উপজেলাবাসীকে তিনি ধন্যবাদ জানান।

তাছাড়া লকডাউন চলাকালীন সকলকে ঘরে থেকে পরিবারকে নিরাপদে রাখার অনুরোধ জানিয়ে অযথা ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিলেন।

ডিখ/ইমরান/মুন্না