আন্তর্জাতিক খবর : নদীতে নেমে দাপাদাপি করছিলো তিন যুবক। ভরা বর্ষায় নদীতে তখন প্রচন্ড স্রোত। পকেট থেকে মোবাইল বের করে সেলফি তুলতে গিয়েই স্রোতে ভেসে যায় তিনজনই।
এর মধ্যে দুজনের নিতর দেহ উদ্ধার করা হয়েছে। অপরজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভারতের মালদার পুখুরিয়া থানার মাগুরায়। নিহতরা হলেন, বিবেক রোশন (২২) ও আসিফ হোসেন (২২)।
এ ছাড়া জীবিত উদ্ধার হওয়া আনোয়ার শেখ নামের অপর এক যুবককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভরা বর্ষায় মহানন্দা নদীর স্লুইস গেটটি খুলে দিয়েছে সেচ দপ্তর। সেখানে নেমে গত কয়েকদিন ধরে দাপাদাপি করছে স্থানীয় কিছু যুবক।
শুক্রবার কুতুবগঞ্জের বাসিন্দা তিন যুবক জলকেলি করতে যান। প্রবল স্রোতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন তারা। এর পর একসঙ্গে ভেসে যান তিনজনই।
এ সময় স্থানীয়দের চেষ্টায় দুজনের নিথর দেহ উদ্ধার হয়। আর একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সামসি হাসপাতালে ভর্তি করা হয়।
ডিখ/সৃষ্টি