করোনায় দেশে নতুন ১৩৪ জনসহ টানা সাতদিনেই শতাধিক মৃত্যু

দেশে,করোনায়, শনাক্ত,আক্রান্ত,মৃত্যু,শতাধিক

জাতীয় খবর : মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রকোপে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৭ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। এ নিয়ে দেশে টানা সাত দিনেই সারাদেশে করোনায় শতাধিক লোকের মৃত্যু হলো।

গতকাল শুক্রবার (২ জুলাই) এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জন। গত ২৭ জুন দেশে তৃতীয় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়। দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হলো।

একই সময়ে সারাদেশে ৬ হাজার ২১৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হলো।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৮৭ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৮৪ জন এবং নারী ৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮ জন, ময়মনসিংহে ৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ১৫ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে ৩ জন ও সিলেটে ১ জনের মৃত্যু হয়। এদের ১০৭ জনের মৃত্যু হয় সরকারি হাসপাতালে, ২০ জনের বেসরকারি হাসপাতালে ও বাসায় মৃত্যু হয় ৭ জনের।

ডিখ/সৃষ্টি