দেশের খবর,প্রবাস।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ঈদ পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে নৈশভোজে অংশ নেওয়ায় অপরাধে ২৫ প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
গ্রেফতারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শুক্রবার (২৩ জুলাই) কুয়ালালামপুরের দায়রা আদালতে বিচারক নুরসালহা দাতুক হামজাহ এই আদেশ দেন।
গত মঙ্গলবার মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জটাউন শহরের বাতু মুওংয়ের একটি বাড়িতে ঈদুল আজহার রাতে ভোজের আয়োজন করেছিলেন এসব প্রবাসী।
স্থানীয়দের অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতার সকলের বয়স ২৩ থেকে ৪১ বছরের মধ্যে এবং সবাই একই কোম্পানির নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, ২৩ জুলাই গ্রেফতারকৃতদের আদালতে হাজির করার পর তারা প্রত্যেকে দোষ স্বীকার করে নিলে প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক ২৫ জনের মধ্যে ২১ জনের বৈধ নথিপত্র থাকলেও বাকিদের কাছে দেশটিতে থাকার বৈধ নথিপত্র ছিল না বলেও জানিয়েছেন আদালত।
এদিকে গত মঙ্গলবার একই দিনে দেশটির পেনাং এএসওপি লংঘন করে ঈদের নামাজ আদায় করার দায়ে ৪৮ বাংলাদেশিসহ একজন মালয়েশিয়ান নাগরিককে গ্রেফতার করে পুলিশ।
পরে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে কূটনৈতিক তৎপরতায় তাদের সবার জামিন মঞ্জুর করা হয়।
ডিখ/প্রিন্স