দেশের খবর,মহানগর।। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি সচেতন ও ঠিক রাখতে চট্টগ্রাম নগরীর চারটি কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
অভিযানে মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ৩০ জন ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উমর ফারুক বলেন, তাদের কাছে অভিযোগ আসে কয়েকটি কাঁচাবাজারে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করছে।
এমন অভিযোগ পেয়ে আজ সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর আগ্রাবাদ চৌমুহনী কর্ণফলী বাজার, কাজির দেউরী, সিরাজুদ্দোলা রোড কাচা বাজার, লালখান বাজার কাচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।
অভিযানে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা বিশেষত মাস্ক না পরা ও সামাজিক দুরত্ব বজায় না রাখায় ৩০ জন ব্যবসায়ীকে ৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি তাদের প্রত্যেককে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি সচেতন ও ঠিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ডিখ/প্রিন্স