দেশের খবর,বিনোদন।। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ জুলাই) সকাল ১১টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা।
পোস্টে তিনি লেখেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও পজিটিভ আমি। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’
এর আগে গত ২৬ জুলাই বেশ মজা করে টিকা নেওয়ার খবর দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ফেইসবুকে নিজের ছবিও পোস্ট করেছিলেন।
এবার ‘পজিটিভ’ লিখেই শনিবার দিলেন খারাপ খবরটি। তবে নিজের শারীরিক অবস্থা বা আইসোলেশনে থেকে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছুই জানাননি ফারুকী।
সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন ফারুকী। জি ফাইভে প্রকাশ হওয়া ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ আড়াই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। পরের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে। এছাড়া ঘোষণা দিয়েছেন ‘আ বার্নিং কোয়েশ্চেন’ নামের ছবির।
ডিখ/প্রিন্স