দেশের খবর,চট্টগ্রাম।।
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু ইন্তেকাল করেছেন।
আজ শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি … রাজিউন)।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এর আগে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে ধানমন্ডির ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন।
শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। আজ সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডিখ/প্রিন্স