আগুনে পুড়ছে নীলক্ষেত বই মার্কেটের শতাধিক দোকান!

আগুনে-নীলক্ষেত-বই মার্কেট

মহানগর খবর।। রাজধানীর নিউমার্কেট থানা নীলক্ষেত এলাকার একটি বই মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে শতাধিক দোকানে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা আজ সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

রাত ৯টা সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন।

এদিকে, ঘটনাস্থলে দোকানের মালিক-কর্মচারী ছাড়াও ভিড় করছে উৎসুক জনতা। এ কারণে অগ্নিনির্বাপণ কাজে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না আর। বাইরের টিন কেটে ভেতরের আগুন নেভানোর চেষ্টা চলছে।

ডিখ/প্রিন্স