আফ্রিকার মাটিতে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ

আফ্রিকা-ইতিহাস-বাংলাদেশ

দেশের খবর, খেলা।। সেঞ্চুরিয়নে বল হাতে জ্বলে উঠেছে টাইগার পেসার তাসকিন আহমেদ। একাই ৫ উইকেট নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের করেছেন বিধ্বস্ত। ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩৭ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের জন্য ১৫৫ রানের সহজ টার্গেট ছুঁড়ে দেন। আর ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ জিতলেই দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা।

এক এক সমতায় থাকা সর্বশেষ ও জয় নির্ধারনী ম্যাচটি নিজেদের করে নিতেই বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরুটা দুর্দন্ত করেন দুই ওপেনার জানেমান মালান এবং কুইন্টন ডি কক।

প্রথম ৬ ওভারে ৪০ রান তুলে নেওয়া প্রোটিয়ারা বড় সংগ্রহের আভাসই দিচ্ছিলেন। তবে তাসকিন আহমেদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৩৭ ওভারে ১৫৪ রানেই অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

শুরুটা করেছিলেন মেহেদি হাসান মিরাজ। ৭ম ওভারে এসে ভয়ংকর কুইন্টন ডি কককে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে টাইগারদের স্বস্তি এনে দিলেন মিরাজ।

আউট হওয়ার আগে ৮ বলে ১২ রান করেন তিনি। আর দলীয় ৪৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। এরপর ১৩তম ওভারে এসে দ্বিতীয় উইকেট তুলে নায় বাংলাদেশ। ওই ওভারের তৃতীয় বলটি স্টাম্পের বেশ বাইরে করেছিলেন তাসকিন।

আর লাইনের বাইরের বল খেলতে গিয়েই ব্যাটের কানায় লেগে বোল্ড হন ভেররেন্নে। ১৬ বলে একটি চারে ৯ রান করে তিনি ফিরেছেন দলীয় ৬৬ রানে।

মালানকেও ইনিংস বড় করতে দেননি তাসকিন। পরের ওভারে বল হাতে এসেই তুলে নিয়েছেন এই ওপেনারকে। আউট হওয়ার আগে ৫৬ বলে ৭টি চারে ৩৯ রান করেন মালান। দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার।

পরের ওভারে বল হাতে এসে বাভুমাকে তুলে নিয়েছেন সাকিব। ১৬তম ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসানের বল খেলতে গিয়ে পরাস্ত হন বাভুমা আর তাতেই বল আঘাত হানে তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। ১১ বলে ২ রান করে বাভুমা ফেরেন দলের ৭১ রানে।

৭১ রানে চার টপ অর্ডার ব্যাটারকে হারানোর পর শরিফুল ইসলাম এসে তুলে নেন প্রোটিয়াদের পঞ্চম উইকেট। রসি ভ্যান ডার ডুসেনকে টিকতেই দেননি শরিফুল। ১০ বলে ৪ রান করে ফেরেন এই ব্যাটার।

এরপর ডেভিড মিলার এবং ডুয়েন প্রিটোরিয়াস মিলে চেষ্টা করেন বড় জুটি গড়ার। ষষ্ঠ উইকেটে ২৪ রানের জুটিও গড়ে ফেলেছিলেন তারা। কিন্তু তাদের জুটিকে বড় হতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ।

২৫ তম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন প্রিটোরিয়াস। শরীরের থেকে বেশ বাইরের বল খেলতে গিয়েছিলেন প্রিটোরিয়াস।

তবে শেষ পর্যন্ত তাসকিনের বাউন্স প্রিটোরিয়াসকে পরাস্ত করে ব্যাটের কোণায় লেগে পৌঁছে যায় মুশফিকের অভিজ্ঞ গ্লাভসে। তাতেই দলীয় মাত্র ১০৭ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। তারপর কাগিসো রাবাদাকে তুলে নিয়ে তাসকিন পূর্ণ করলেন পাঁচ উইকেটে কোটা।

ওয়ানডেতে এটি তাসকিনের দ্বিতীয় ফাইফার। এর আগে ভারতের বিপক্ষে ২৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন এই পেসার। শেষ দিকে কেশভ মহারাজ ২৮ রান করেন। তবুও ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন তাসকিন আহমেদ। দুটি উইকেট নেন সাকিব আল হাসান, এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

ডিখ/প্রিন্স