আরজে নিরব গ্রেফতার-একদিনের রিমান্ড মঞ্জুর

ই-কমার্স-প্রতারণা-আরজে নিরব-রিমান্ড মঞ্জুর

দেশের খবর,বিনোদন।। ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার পর এবার প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেফতার করা হয়েছে।

গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে শুক্রবার ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)র হাতে রাজধানীর মোহাম্মদুপর থেকে গ্রেফতার হন তিনি।

গ্রেফতারের পর তার দুই দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে।

তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক গণমাধ্যমকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার ভোর রাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক জানান, আরজে নিরব কিউকমের সঙ্গে সংশ্লিষ্ট। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আরজে নিরব দেশের সুপরিচত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর যাবত একজন আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। কিন্তু কয়েক মাস আগে আরজে পেশা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। পরে যোগদন করেন ই কমার্স সাইট কিউকমে।

ডিখ/প্রিন্স