ডাকাতির প্রস্তুতিকালে টিম কোতোয়ালীর হাতে ধরা ৩

টিপ ছোরা নিয়ে এরা ফুটওভার ব্রীজের নীচে ওৎ পেতে ছিল

নিজস্ব প্রতিনিধি : ডাকাতির লক্ষ্যে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন ফুটওভার ব্রীজের নীচে ওৎ পেতে ছিল ১০ থেকে ১২ জনের একটি টিম।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয় টের পেয়ে টিমের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও কোতোয়ালী থানা পুলিশের বিশেষ টিমের হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ এ চক্রের ৩ সদস্য।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার সময় পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি স্টিলের তৈরি টিপ ছোরা (ড্রেগার) উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলা সদরের আলীপুর মনু সরকার বাড়ির বাসিন্দা শফি ড্রাইভার প্রকাশ সফিক সরকারের ছেলে মো. রায়হান প্রকাশ লালু (২০), ফেনী সদরের বৃংচি মৃদা বাড়ির মৃত মনির প্রকাশ ইলিয়াছের ছেলে মো. অপু প্রকাশ হৃদয় (২১) ও নগরীর এনায়েতবাজার বাটালিগলির মো. ইকবালের ছেলে মো. সোহেল (৩০)।

পুলিশ জানায়, আটককৃতরা আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে ঘটনাস্থলে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার এসআই মোমিনুল হাসানের নের্তৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।

আটক তিনজনের মধ্যে লালুর বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানায় ৬টি, হৃদয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৭টি এবং সোহেলের বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানা মিলে মোট ৮টি মামলা রয়েছে বলে জানায় কোতোয়ালী থানা পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, আসন্ন ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না সেজন্য টিম কোতোয়ালী প্রস্তুত রয়েছে।

নিয়মিত টহল ও অভিযান আরো জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে ছোরাসহ আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া আটককৃতদের তথ্যমতে সংঘবদ্ধ এ চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় ওসি।

ডিখ/প্রিন্স