নির্বাচনী সহিংসতার বলি আরও ৬

নির্বাচনী সহিংসতা

দেশের খবর,জাতীয়।। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-হামলার মধ্য দিয়ে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ। চলছে গণনা। বরাবরের মতোই প্রাণহানি দেখলো দেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে সারাদেশে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন,পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাঁচ জেলায় ছয়জন মারা গেছেন।

এসময় তিনি বলেন, ইউপি নির্বাচনের মৃত্যুর দায় কমিশনের নয়, প্রার্থীদের নিতে হবে।

প্রতিনিধিদের পাঠানো তথ্য সুত্রে জানা যায়,চট্টগ্রাম, গাইবান্ধা ও বগুড়ায় পাল্টাপাল্টি সংঘর্ষে মারা গেছেন তিন জন। এছাড়া, মানিকগঞ্জে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় মারা গেছেন এক নারী।

বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছেন আরো ৫০ জন। আর নিহতের ঘটনায় সংশ্লিষ্ট জনপদে এখনো বিরাজ করছে থমথমে অবস্থা।

জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ দৌলতপুরের বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সমেলা বেগম নামে ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা সুমেলা এই দৃশ্য দেখে আতঙ্কে স্ট্রোক করেন। পরে তাকে বাড়িতে নেয়া হলে তার মৃত্যু হয়।

এদিকে, গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে মারা যান আবু তাহের নামে এক ব্যক্তি।

বুধবার বিকেল পৌনে তিনটার দিকে টিউবওয়েল মার্কার সদস্য প্রার্থীর সমর্থক আবু তাহের অন্য সদস্য প্রার্থী রাসেল আহমেদের (ফ্যান) কর্মীদের হামলার শিকার হন।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় পোচ দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে,একইদিন দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান অঙ্কুর দত্ত্ব নামে এক ব্যক্তি।

এর আগে সকালে বোয়ালখালী করলডাঙ্গা আসাদিয়া স্কুল কেন্দ্রে বাইরে গণমাধ্যমের আটটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই সময়ে কাছাকাছি আরেকটি কেন্দ্র একজন গুলিবিদ্ধ হয়।

বুধবার বগুড়ার গাবতলী সাগাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই দলের সমর্থকদের সংঘর্ষ হয় ৷ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোট নেয়া বন্ধ করে দেন।

পরে দুই দলের সমর্থকরা আবারো লাঠিসোটা ককটেল ও দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ছুরিকাঘাতে মারা যান একজন। নিহত জাকির ঘটনার সময় ফেসবুকে লাইভ করছিলেন।

তাছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সদরের বাসুদেবপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।

এছাড়া সেখানের নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে টাকা বিতরণের সময় মো. কারিফ (৩৮) নামে এক পোলিং এজেন্টকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিখ/প্রিন্স