বিমান বন্দরে ৬ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়েছে ২ রোহিঙ্গা

বিমান বন্দরে-ইয়াবা-রোহিঙ্গা

মহানগরের খবর।। বিমানবন্দর সংশ্লিষ্ট এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে দুই ব্যক্তির অস্বাভাবিকভাবে ঘোরাঘুরিতে সন্দেহ হয় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের।

এক পর্যায়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু হয় দুজনের এলোমেলো কথাবার্তা। সন্দেহ আরও ঘনীভূত হলে দুজনকে অফিসে নিয়ে তল্লাশি করা হয়। এসময় ২ জনের জিম্মা হতে আনুমানিক ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করে আর্মড পুলিশ।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক দুজনই রোহিঙ্গা নাগরিক বলে জানায়।

আটক দুজনের নাম সাদ্দাম হোসেন (১৫) এবং মো. আমিন (১৪)। সাদ্দামের পিতার নাম মো. সেলিম এবং মো. আমিনের পিতার নাম সালাম। তারা দুজনই টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী বলে জানা যায়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা ঢাকায় অবস্থানরত একজনের কাছে ইয়াবাগুলো হস্তান্তর করতে এসেছিলেন। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এ পুলিশ কর্মকর্তা।

ডিখ/প্রিন্স