এবার মাস্ক গাছ লাগাবে ডবলমুরিং থানা পুলিশ

মাস্ক গাছ লাগাবে ডবলমুরিং থানা পুলিশ

দেশের খবর,চট্টগ্রাম।। করোনা প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে সচেতন ও উদ্বুদ্ধ করতে এবার ‘মাস্ক ট্রি’ বা ‘মাস্ক গাছ’ লাগানোর ব্যতিক্রমী এক উদ্দ্যেগ নিয়েছেন সিএমপির ডবলমুরিং থানা পুলিশ।

আগামীকাল শনিবার (৭ আগষ্ট) বিট পুলিশিং ডে উপলক্ষে এসব মাস্ক গাছ উদ্বোধন করা হবে। দুপুর সাড়ে ১১ টায় নগরীর আগ্রাবাদ বাদামতলি মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন ডিসি (পশ্চিম) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ স্যার।

তথ্যটি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বলেন, মানুষকে মাস্ক পরতে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এ ব্যতিক্রমী উদ্দ্যেগ নেয়া হয়েছে। তিনি বলেন, ডবলমুরিং থানার ৬ টি বিটের ১০ টি স্পটে এই গাছ লাগানো হবে।

এসব গাছে পর্যায়ক্রমে ১ লাখ মাস্ক থাকবে। সেখান থেকে যে কেউ বিনামূল্যে নিতে পারবে মাস্ক।

ডিখ/প্রিন্স